সঞ্চয়পত্রে কর আরোপের কারণ কী?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

ব্যাংকের সুদের হার কমে যাওয়ায় বেশি মুনাফার আশায় মানুষ ঝুঁকছে সঞ্চয়পত্রের দিকে। নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত, অবসরপ্রাপ্ত চাকরিজীবিসহ অনেকেই এখন সংসার চালাতে নির্ভর করছে সঞ্চয়পত্রের উপর। অন্যদিকে গত তিন বছরে সঞ্চয়পত্র কর থেকে সরকারের আয় হয়েছে তিন গুণ।

সঞ্চয়পত্রে কর আরোপের ফলে সাধারণ মানুষ, বিশেষ করে মধ্য ও নিম্ন মধ্যবিত্ত এবং অবসরপ্রাপ্ত মানুষের উপর প্রভাব কী? সঞ্চয়পত্রের সুদের ওপর কর আরোপ কতটুকু যুক্তিযুক্ত?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সঞ্চয়পত্রে কর আরোপ নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টার বিজনেস এডিটর সোহেল পারভেজ।