কেন বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা?
নিরাপদ সড়কের দাবি যেন স্বপ্নে পরিণত হয়েছে। রোড সেফটি ফাউন্ডেশন সূত্র জানিয়েছে ডিসেম্বরে ৩৮৩টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪১৮ জন নিহত এবং ৪৯৭ জন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে ৬৬ জন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। অন্যদিকে নভেম্বরে ৩৭৯টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমপক্ষে ৪২৩ জন।
এই পরিসংখ্যান ইঙ্গিত দেয় সড়ক দুর্ঘটনা বেড়েই চলেছে। কেন বাড়ছে দুর্ঘটনা? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কী করছে?
ওয়েলকাম টু স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম, আমি নাজিবা বাশার আছি আপনাদের সঙ্গে। দেশের সড়ক দুর্ঘটনার সাম্প্রতিক চিত্র নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী