সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’র শুটিং হয়েছিল যে পাহাড়ে

By স্টার স্পেশাল

সত্যজিৎ রায়ের 'হীরক রাজার দেশে'র শুটিং হয়েছে এই পাহাড়ের কাছেই। ছবিতে হীরক রাজার অত্যাচারে উদয়ন পণ্ডিত এক পাহাড়ের গুহায় লুকিয়েছিলেন! সেই পাহাড়ই হল পশ্চিম বাংলার পুরুলিয়ার জয়চন্ডী।

সত্যজিতের সিনেমা ছাড়াও এই রুক্ষ, পাথুরে প্রকৃতির বুকে লাল পলাশের টানে ছুটে আসেন হাজারো পর্যটক।

পুরুলিয়ার এই ছবি দেখলেই বোঝা যায় রঙের আগুন কীভাবে ছড়ায় পাতার ফাঁকে, পথে পথে। দেখে মনে হবে পুরুলিয়া ও পলাশ ফুল যেন একে অপরের পরিপূরক।

স্টার স্পেশালে আমাদের আজকের গন্তব্য লাল পাহাড়ের দেশ, পুরুলিয়া।