সন্তোষে ভাসানীর স্মৃতিচিহ্নের জরাজীর্ণ অবস্থা
সাধারণ মানুষের জন্য নিবেদিত প্রাণ, সারা জীবন নির্যাতিত ও নিপীড়িত মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন মওলানা আব্দুল হামিদ খান ভাসানী। টাঙ্গাইলের সন্তোষে তিনি প্রতিষ্ঠা করেছিলেন শিক্ষা প্রতিষ্ঠানসহ ১৭টি প্রতিষ্ঠান। তবে প্রতিষ্ঠানগুলির বেশিরভাগই এখন জরাজীর্ণ। অপরদিকে, মওলানা ভাসানী প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান এবং মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখা দিয়েছে ভূমি সংক্রান্ত জটিলতা।