সবার জন্য অবসর ভাতা: কে পাবেন, কত পাবেন?
সরকার এবার চাকরিজীবী থেকে শুরু করে স্বল্প আয়, সবার জন্য নিয়ে আসছে অবসর ভাতা। দেশে অবস্থানরত অথবা প্রবাসী যেকোনো বাংলাদেশি পাবেন এই সুবিধা।
কীভাবে পাওয়া যাবে এই ভাতা, একেকজন কত টাকা পাবেন আর কবে থেকে শুরু হবে ভাতা বিতরণ তা জানাতে আজকের স্টার এক্সপ্লেইন্স এ আছেন খন্দকার মো. শোয়েব।