সমন্বয়হীন, নিয়ন্ত্রণহীন আইপিটিভি কার্যক্রম

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

অনিয়ন্ত্রিত ইন্টারনেটভিত্তিক চ্যানেলে ভরে গেছে দেশের সাইবার স্পেস। দুই-তিন জন মানুষ নিয়ে, সংবাদমাধ্যমের আদলে মাইক্রোফোনে লোগো বসিয়ে চলছে অসংখ্য আইপিটিভি। কখনো সাংবাদিকতার নামে চলছে চাঁদাবাজি, আবার কখনো সংবাদের নামে ব্যক্তি বিশেষের গুণগান।

আইপি অনুমোদন, লাইসেন্স দেওয়া, কী ধরনের তথ্য প্রচার হচ্ছে, তা আইন পরিপন্থী কি না তার নজরদারিতে নেই কোনো সমন্বয়, নেই নিয়ন্ত্রণ।

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেশের সাইবার জগতের অরাজকতা এবং আইপিটিভির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করতে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।