সরকারি অর্থ ও খাদ্য সহায়তা থেকে বাদ পড়েছে নতুন দরিদ্ররা!
করোনা মহামারির কারণে আর্থিক সংকটে পড়েছে প্রান্তিক জনগোষ্ঠীর ৩ চতুর্থাংশ পরিবার।
সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডির এক গবেষণায় উঠে এসেছে এ তথ্য। যেখানে বলা হয়েছে, আর্থিক ধাক্কা সামলাতে খাবার খরচ কমানো, ঋণ নেওয়া ও সহায়-সম্পত্তি বিক্রি করে দেওয়ার মতো পদক্ষেপ নিতে বাধ্য হচ্ছেন সাধারণ মানুষ।
প্রান্তিক মানুষের আর্থিক ভোগান্তি নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। স্টার নিউজ প্লাস-এ থাকছে প্রতিবেদনটির সারসংক্ষেপ।