সরকারি হাসপাতালে আসন সংকট: করোনা চিকিৎসায় সর্বস্বান্ত রোগী-পরিবার
সরকারি হাসপাতালে আইসিইউ বেড পাওয়া যাচ্ছে না, আর বেসরকারিতে খরচ আকাশ ছোঁয়া।
প্রিয়জনের কোভিড চিকিৎসায় সর্বস্ব হারাচ্ছে দেশের মধ্যবিত্তরা। আর নিম্নবিত্তদের জন্য তো বেসরকারি হাসপাতালের খরচ যোগাড় করা কল্পনাতীত।
তাহলে কি মহামারিতে চিকিৎসা শুধু উচ্চবিত্তেরই অধিকার? সরকারি হাসপাতাল কেন পারছে না অসচ্ছল মানুষদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেবযানী শ্যামার সঙ্গে কোভিড-১৯ চিকিৎসা খরচে দেশের মানুষের চরম ভোগান্তি নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক শাহীন মোল্লা।