সাইবার জগতে নতুন প্রজন্ম কতটা নিরাপদ?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

ইন্টারনেটকে সঙ্গে করেই বেড়ে উঠছে বর্তমান প্রজন্ম। ফেসবুক, ইউটিউব, ইন্সটাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক- জীবনের অনুষঙ্গ হয়ে উঠেছে। বিশেষ করে করোনাভাইরাসের সময়ে সব শিক্ষার্থীর হাতে পৌঁছে গেছে ইন্টারনেটে প্রবেশাধিকার। কিন্তু অন্তর্জালের এই অচেনা জগতে শিশু-কিশোররা ঠিক কতটুকু নিরাপদ?

সম্প্রতি হওয়া এক জরিপ বলছে, ১৩ থেকে ১৯ বছর বয়সীদের ৭০ শতাংশের বেশি কোনো না কোনো ধরনের সাইবার অপরাধের কবলে পড়েছে।

কী ধরনের সাইবার ঝুঁকি আছে? নতুন এই জগতে কীভাবে নিরাপদ থাকতে পারবে তারা?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে এসব বিষয় নিয়েই দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক আসিফুর রহমান।