সাফারি পার্কে প্রাণীর মৃত্যু: তদন্ত আর নির্দেশনায় সীমাবদ্ধ কর্তৃপক্ষ!

By স্টার নিউজবাইটস

দেশের চিড়িয়াখানা এবং সাফারি পার্কগুলোতে প্রাণীর মৃত্যু থামানো যাচ্ছে না। দেশে বন্যপ্রাণী রক্ষায় সরকারের তেমন উদ্যোগও নেই। এর পরও সরকার একের পর এক সাফারি পার্ক করতে যাচ্ছে। বন্যপ্রাণী রক্ষায় উদাসীন কর্তৃপক্ষের বিদেশ থেকে প্রাণী কেনায় কেন বেশি উৎসাহী? প্রাণীদের রক্ষায় আসলে কী করা উচিত?

বিষয়গুলো নিয়ে দ্য ডেইলি স্টারের চিফ রিপোর্টার পিনাকী রায় কথা বলেছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞ ড. রেজা খানের সঙ্গে।