সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন তারা জনপ্রিয় জুটি

By স্টার টি টক

সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে অনেক মানুষ প্রাণবন্ত, বিনোদনপূর্ণ ও সৃষ্টিশীল সব ডিজিটাল কন্টেন্টের দিকে ঝুঁকছেন। প্রতিভাবান অনেক তরুণ-তরুণী পেয়েছেন প্রশংসা ও খ্যাতি। ব্যতিক্রমী সৃষ্টির মধ্য দিয়ে অন্যদের চিন্তা ও মননে প্রভাব ফেলেছেন তারা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে জনপ্রিয় জুটি শেহওয়ার-মারিয়া। রোমানিয়ার নাগরিক মারিয়া ভালোবেসে বিয়ে করেছেন বাংলাদেশি শেহওয়ারকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের কনটেন্ট দিয়ে ব্যাপক জনপ্রিয় তারা।

স্টার টি টক-এ থাকছেন শেহওয়ার ও মারিয়া।