সাম্প্রদায়িকতা রুখতে সাংস্কৃতিক বিকাশ ও চর্চার আহ্বান

By স্টার নিউজবাইটস

'পথ ছেড়ো না পথের মানুষ—সাম্প্রদায়িক মন্ত্রণা রুখতে, ছড়াই সম্প্রীতির সুর' এই স্লোগানে ৩০ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান৷ দেশের বিভিন্ন স্থানে ঘটে যাওয়া সাম্প্রদায়িক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে এ আয়োজন করে প্রাচ্যনাট৷