সারা বিশ্ব হাঁটছে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প পথে, কিন্তু বাংলাদেশ?
কয়লা পুড়িয়ে বিদ্যুৎ উৎপাদন থেকে যখন পৃথিবীর বিভিন্ন দেশ সৌর বিদ্যুৎ উৎপাদনের বিকল্প পথে হাঁটছে, তখন বাংলাদেশ ঝুঁকছে কয়লা বিদ্যুৎ প্রকল্পের দিকে। বাংলাদেশে বিদ্যুতেরর ব্যাপক চাহিদা আছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।
সভ্যতার বিকাশে বিদ্যুৎ অপরিহার্য। কিন্তু, পরিবেশ, প্রকৃতি ধ্বংস করেই কি বিদ্যুৎ উৎপাদন করতে হবে? পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকির কথা মাথায় রেখে বিদ্যুৎ উৎপাদনের বিকল্প ব্যবস্থা করা কি আদৌ সম্ভব?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে পরিবেশের উপর কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের প্রভাব নিয়ে আলোচনায় দেবযানী শ্যামার সঙ্গে আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা ইউসুফ।