সার্চ কমিটির তালিকা থেকে গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব?
বিগত নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হলো ১৪ ফেব্রুয়ারি। এদিকে, পরবর্তী নির্বাচন কমিশন গঠনের জন্য প্রাপ্ত নামের তালিকা প্রকাশ করেছে সার্চ কমিটি। নাম এসেছে মোট ৩২২ জনের। বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন বা ব্যক্তি নিজেও এই সার্চ কমিটির কাছে নাম দিয়েছে।
কাদের নাম এসেছে তালিকায়? নাম দেওয়ার ক্ষেত্রে কি রাজনৈতিক দলগুলো দলমতের ঊর্ধ্বে যেতে পেরেছে? এ তালিকার মধ্য থেকেই কি যোগ্য এবং গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন সম্ভব?
পরবর্তী নির্বাচন কমিশনের গঠনের জন্য তালিকা কেমন হলো, স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে তা নিয়ে নাজিবা বাশারের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের ডেপুটি চিফ রিপোর্টার মোহাম্মদ আল-মাসুম মোল্লা।