সাশ্রয়ী মূল্যের ভেন্টিলেটর বানালো বাংলাদেশের একদল তরুণ

By স্টার নিউজ+

বাংলাদেশের প্রযুক্তি উদ্যোগ 'ক্রাক্স' তৈরি করেছে ব্যয় ও বিদ্যুৎ সাশ্রয়ী এবং সহজে বহনযোগ্য মেডিকেল ভেন্টিলেটর।

এই ভেন্টিলেটরটি আমেরিকাভিত্তিক ওপেন সোর্স হার্ডওয়্যার অ্যাসোসিয়েশনের সনদ পেয়েছে গত ১০ আগস্ট। এর মধ্য দিয়ে বাংলাদেশের প্রথম কোনো কোম্পানি ওপেন সোর্স হার্ডওয়্যার সনদ পেল।

'ক্রাক্স' এর অভাবনীয় উদ্ভাবন নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছিল একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।