সিকিমের খেপচুরি লেক: যেখানে পূরণ হয় সবার মনোবাসনা!

By স্টার স্পেশাল

ভারতের সিকিম রাজ্যের পশ্চিমে অপরূপ সুন্দর এক শহর পেলিং। এটি সে রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পর্যটনকেন্দ্র। গেজিং থেকে এর দূরত্ব মাত্র ১০ কিলোমিটার।

পেলিংয়ের মূল আকর্ষণ কাঞ্চনজঙ্ঘা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ রূপ-শোভা মুগ্ধ করবে যে কাউকে।

আজকের স্টার স্পেশাল-এ থাকছে সিকিমের অপূর্ব শহর পেলিংয়ের গল্প।