সিটি করপোরেশনের উদ্যোগহীনতায় বাড়ছে ডেঙ্গু!
ডেঙ্গুতে গত দুই মাসে অন্তত ২৬ জন মারা গেছেন, আক্রান্ত হয়েছেন প্রায় ছয় হাজার।
বিশেষজ্ঞরা বলছেন, বেশিরভাগ এডিস মশার জন্মস্থান রাস্তার পাশে পড়ে থাকা টায়ার, থানায় জব্দ থাকা গাড়ি, বা সরকারি অফিসের বিভিন্ন জায়গায় জমে থাকা পানি।
সিটি করপোরেশন বা অন্যান্য সরকারি সংস্থার অধীনে থাকা এসব এলাকা কেন ডেঙ্গুর প্রকোপ বাড়ার আগেই পরিষ্কার করা হলো না? শুধুমাত্র জীবাণুনাশক স্প্রে, ফগিং বা জনসচেতনতার মাধ্যমেই কি ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণ করা যাবে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেবযানী শ্যামার সঙ্গে ডেঙ্গুর স্থায়ী সমাধান এবং সিটি করপোরেশনের দায়িত্ব নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক সুমন আলী।