সিদ্ধান্তের ৬ বছরেও হলো না মেধাস্বত্ব দপ্তর
সম্প্রতি মেধাস্বত্ব আইনে আইয়ুব বাচ্চুর গানের স্বত্ব পান তার স্ত্রী। অন্যদিকে বহুল পঠিত মাসুদ রানা সিরিজের অনেকগুলো বইয়ের স্বত্ব পেয়েছেন শেখ আব্দুল হাকিম। এ সবই হয়েছে দেশে একটি পরিণত আইন থাকার কারণে।
এতো গেল বড় বড় কপিরাইট বা মেধাস্বত্ব নিষ্পত্তির ঘটনা কিন্তু সাধারণ মানুষের জন্য মেধাস্বত্ব পাওয়া কি সহজ?
বিষয়টিকে সহজ করতে সমন্বিত সেবাদান কেন্দ্র বা কপিরাইট অফিস গঠনের সরকারি সিদ্ধান্তের ৬ বছরেও তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। কারণ হিসেবে সংশ্লিষ্টরা দায়ী করছেন ২ মন্ত্রণালয়ের রশি টানাটানিকে।
তাহলে কীভাবে মেধাস্বত্ব অধিকার সাধারণ মানুষের জন্য সহজলভ্য হবে?
মেধাস্বত্ব সেবা সহজ করতে সমন্বিত সেবা কেন্দ্র তৈরির অচলাবস্থা নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় প্রতিবেদন।
স্টার নিউজ প্লাস-এ থাকছে ওই প্রতিবেদনের সারসংক্ষেপ।