সিনহা হত্যার রায়ের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ড কি বন্ধ হবে?
অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যা মামলার রায়কে যুগান্তকারী বলছেন অনেকে। কারণ বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের জন্য বাংলাদেশে এই প্রথম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে। আদালত বলেন, সিনহার হত্যা 'ক্রসফায়ার' ছিল না। এটি ছিল একটি 'পরিকল্পিত' হত্যাকাণ্ড।
এখন প্রশ্ন হলো, বিগত দিনগুলোতে যে সব 'ক্রসফায়ারের' খবর আমরা পেয়েছি, তার সবগুলোই কি 'ক্রসফায়ার' ছিল? একটিও কি 'পরিকল্পিত' হত্যাকাণ্ড ছিল না?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে সিনহা হত্যা মামলার রায় এবং বিচারবর্হিভূত হত্যাকাণ্ড বিষয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।