সিলেটে পাহাড় কেটে বানানো হচ্ছে কংক্রিটের স্থাপনা
যত দিন যাচ্ছে কমছে সিলেট জেলার টিলা ও পাহাড়ের সংখ্যা। পাহাড় ও টিলা কেটে তৈরি করা হচ্ছে সুউচ্চ কংক্রিটের স্থাপনা। আইনের পর্যাপ্ত প্রয়োগের অভাবে বেআইনিভাবে টিলা কাটার কারণে সিলেটের আশপাশের এলাকা আছে মারাত্মক ঝুঁকিতে।
সিলেট জেলায় আশঙ্কাজনক হারে টিলা কমে যাওয়ার বিষয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয় একটি প্রতিবেদন। আজকের স্টার নিউজ প্লাসে থাকছে তার সারসংক্ষেপ।