সীমান্তের কাঁটাতার বিচ্ছিন্ন করতে পারেনি ফাল্গুনীকে

By স্টার স্পেশাল

ফাল্গুনী দত্ত রায়। তার পূর্ব-পুরুষের ভিটেমাটি বাংলাদেশের কিশোরগঞ্জে। বর্তমান ঠিকানা কলকাতার নিউ টাউন। সীমান্তের কাঁটাতার তাকে বিচ্ছিন্ন করতে পারেনি শেকড়ের টান থেকে।

গত ৩০ বছরে তিনি সংগ্রহ করেছেন বাংলাদেশের ও বিশেষ করে মুক্তিযুদ্ধের সময়কালের বেশ কিছু পত্রিকা, ছবিসহ অসংখ্য স্মৃতি স্মারক।

চাকরির সুবাদে তিনি ঘুরেছেন নানান জায়গায়। সেই সঙ্গে সংগ্রহ করেছেন, গড়ে তুলেছেন নিজের সংগ্রহশালা। এর একটি বড় অংশ জুড়ে আছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের স্মৃতিচিহ্ন।

আজকের স্টার স্পেশালে থাকছে ফাল্গুনী দত্ত রায়ের সংগ্রহশালার কথা।