সুন্দরবনের লাজুক সুন্দরী পাখি কি বিলুপ্তির পথে?
বিচিত্র এক পাখি মাস্কড ফিনফুট। মহাবিপন্ন প্রজাতির তালিকায় থাকা এই পাখি সুন্দরবনের জেলে-বাওয়ালি-মৌয়ালদের কাছে পরিচিত সুন্দরী হাঁস নামে। সারাবিশ্বে মাস্কড ফিনফুট এর মোট তিনটি প্রজাতি আছে এবং এই তিনটি প্রজাতি এখন হুমকির মুখে। তবে এর মধ্যে সবচেয়ে বেশী ঝুঁকিতে আছে সুন্দরী হাঁস।
সুন্দরবনের মহাবিপন্ন এই লাজুক পাখিটি নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশে।