সুবিধাবঞ্চিত শিশুদের একটি স্বপ্নের দিন
কেমন হতো যদি পথশিশু কিংবা সুবিধাবঞ্চিত শিশুরাও স্কুলগামী শিক্ষার্থীদের মতো সব সুযোগ-সুবিধা পেতো? অন্য শিশুদের মতো আনন্দ উচ্ছ্বাসে ভরপুর হতো তাদের শৈশব। তারাও বুঝে পেত সব অধিকার।
পথশিশুদের আনন্দময় শৈশব ফিরিয়ে দিতে কাজ করেছে ভলান্টিয়ার ফর বাংলাদেশ চট্টগ্রাম। এসব শিশুদের নিয়ে সংগঠনটির ভিন্নধর্মী আয়োজন 'স্বপ্নের শৈশব'।
দেখুন স্টার নিউজবাইটসে।