সেকেন্ডেই গাণিতিক সমাধান করতে পারে যে বালক

By ইনসাইড বাংলাদেশ

৯ বছরের বালক জারিফ ইকবাল ওয়ালিদ কারও জন্ম তারিখ শুনেই দিন-মাসসহ বলে দিতে পারে বয়স। শুধু বয়স গণনা নয়, খাতা-কলম ছাড়াই জটিল সব যোগ, বিয়োগ, গুণ এবং ভাগসহ গাণিতিক সব প্রশ্নের জবাব মুখে মুখে বলে দিতে পারে সে। তার এই প্রতিভায় বিস্মিত এলাকার মানুষ। তাদের কাছে জারিফ এখন বিস্ময় বালক।

ইনসাইড বাংলাদেশে থাকছে পাবনার ফরিদপুর উপজেলার বিস্ময় বালক জারিফ ইকবাল ওয়ালিদের গল্প।