সোনার গহনা ন্যায্য মূল্যে বিক্রি করবেন কীভাবে?

By স্টার এক্সপ্লেইন্স

সোনার গহনা পরা বা কেনার বিষয়টি পুরোপুরি সাংস্কৃতিক। মানুষ অর্থনৈতিক নিরাপত্তাহীনতা বা সমস্যা থেকে উদ্ধার পাওয়ার জন্যও সোনা কিনে রাখে। তবে সোনা শুধু কিনে রাখলেই হবে না। বিপদে সেগুলো বিক্রি করে ভালো দাম পাওয়া যাবে কীভাবে?

এসব বিষয় জানাতেই আমাদের আজকের স্টার এক্সপ্লেইন্স।