স্বাস্থ্যরক্ষার পরিকল্পনা ছাড়াই উন্নয়ন প্রকল্প

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

গত ৬ বছরের ২ হাজার ১৯০ দিনের মধ্যে সব মিলিয়ে মাত্র ৩৮ দিন ঢাকাবাসীকে বিষাক্ত বাতাসে নিঃশ্বাস নিতে হয়নি। ইটভাটা-গাড়ির ধোঁয়া-আন্তর্জাতিক বায়ুদূষণে জেরবার রাজধানীতে শতাধিক উন্নয়ন এবং একাধিক মহাপ্রকল্প চলছে পুরোদমে। নতুন এক গবেষণায় উঠে এসেছে, এই নির্মাণ প্রকল্পের অঞ্চলগুলোই এখন ঢাকা শহরের সবচেয়ে দূষিত বায়ুর এলাকা। 

হাজার কোটি টাকার নির্মাণ প্রকল্পে জনগণের স্বাস্থ্যরক্ষার কোনো পরিকল্পনা কি রাখা হয়েছিল? জনগণকে স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে এই উন্নয়ন কার জন্য? 

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে ঢাকার ভয়াবহ বায়ুদূষণ এবং এক্ষেত্রে নির্মাণ প্রকল্পের ভূমিকা নিয়ে আহসান হাবীবের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক মোস্তফা ইউসুফ।