সড়কে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম কীভাবে কাজ করবে?
মহাসড়কের কার্যকারিতা নিশ্চিত করতে বাংলাদেশে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে ডেডিকেটেড রোড অপারেশন ইউনিট। সড়ক ও জনপথ অধিদপ্তরের উদ্যোগে ১৪৫ দশমিক ২৯ কোটি টাকা ব্যয়ে জয়দেবপুর-রংপুর ২৬০ কিলোমিটার সড়কে যান চলাচলের জন্য বসানো হবে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেম। সেই সঙ্গে তৈরি করা হবে প্রয়োজনীয় অবকাঠামো। ৪ বছর এর পরিচলন ব্যয় ধরা হয়েছে আরও ৬ দশমিক ৬৬ কোটি টাকা।
কীভাবে মহাসড়কের এফিশিয়েন্সি নিশ্চিত করবে এই Rরোড অপারেশন ইউনিট? কী থাকছে ইনটেলিজেন্ট ট্রান্সপোর্ট সিস্টেমে? সড়ক ও জনপথ অধিদপ্তরের এই সিদ্ধান্ত কতটুকু সফল হবে?
বাংলাদেশের প্রথম ডেডিকেটেড রোড অপারেশন ইউনিট নিয়ে স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।