সড়কে বিশৃঙ্খলা, জনদুর্ভোগ

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

আবারও ব্যবসায়ীদের চাপের মুখে খুলে দেওয়া হলো রপ্তানিমুখী শিল্প কারখানা। দেশজুড়ে ব্যাপকহারে করোনা সংক্রমণের মধ্যেই কাজে যোগ দিয়েছে লাখো শ্রমিক। রাজধানীমুখী মানুষের দুর্ভোগ কমাতে আজ তড়িঘড়ি করে একদিনের জন্য চালু করা হয় গণপরিবহন।

কারখানা কিংবা যানবাহন চালুর বিষয়ে সরকারের কি কোনো পরিকল্পনা ছিল? জনস্বাস্থ্যের এমন সংকটের সময়েও সমন্বয়হীনতার অবসান হবে না? এই অব্যবস্থাপনার দায় কার?

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বিষয়গুলো নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার তুহিন শুভ্র অধিকারী।