হঠাৎ কেরোসিন-ডিজেলের দাম না বাড়িয়ে আর কী করা যেত?
সরকার গত ৪ নভেম্বর কেরোসিন ও ডিজেলের দাম প্রতি লিটারে ১৫ টাকা করে বাড়িয়ে ৮০ টাকা নির্ধারণ করেছে। একই সময়ে প্রতি ১২ কেজি এলপি গ্যাসের সিলিন্ডারের দামও ৫৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৩১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর সাধারণ মানুষ যখন আগের জীবনযাত্রায় ফিরে যেতে হিমশিম খাচ্ছে, ঠিক সে মুহূর্তে সরকারকে কেন জ্বালানির দাম বাড়াতে হলো? দাম না বাড়িয়ে সরকার আর কী করতে পারত? আজকের স্টার কানেক্টসে এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করেছেন খন্দকার মো. শোয়েব। তার সঙ্গে আলোচনায় ছিলেন বুয়েটের পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক এবং ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ডিন ম তামিম এবং দ্য সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) গবেষণা পরিচালক ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম।