হাজারো রোগীর ভরসার জায়গা দেশের একমাত্র টিস্যু ব্যাংক

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

সাভারে অবস্থিত দেশের একমাত্র টিস্যু ব্যাংকটি নীরবেই কাজ করে যাচ্ছে। আগুনে পোড়া এবং হাড় ভাঙা রোগীরা এখানে স্বল্প মূল্যে পাচ্ছেন আধুনিক ও ব্যয়বহুল চিকিৎসা। বাংলাদেশে টিস্যু ব্যাংকিং কার্যক্রমের শুরু ৯০ এর দশকে। এখন ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিং অ্যান্ড বায়োম্যাটেরিয়াল রিসার্চের (আইটিবিবিআর) অধীনে তা রূপ নিতে যাচ্ছে একটি পূর্ণাঙ্গ মানব টিস্যু ব্যাংকে।

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে দেশের একমাত্র টিস্যু ব্যাংকের কর্মকাণ্ড নিয়ে ফারহানা আহমেদের সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক নীলিমা জাহান।