হাতি কেন মানববসতিতে হামলা করছে?

By স্টার এক্সপ্লেইন্স

বলা হয়ে থাকে, বাংলা অঞ্চলের গঙ্গারিদাই সাম্রাজ্যের হাতি বাহিনীর গল্প শুনে আলেকজান্ডার দ্য গ্রেটের বিশ্ব দখলের যাত্রা থেমেছিল গঙ্গার পাড়ে। প্রাচীন রোমান সাম্রাজ্যে হাতি ও হাতির প্রশিক্ষক যেত চট্টগ্রাম থেকে। মুঘল সাম্রাজ্যের হাতি বাহিনী ও মাহুতের প্রধান উৎসও ছিল ভারতবর্ষের এই অংশ।

অথচ, সেই বাংলাদেশে এখন বন্য হাতি আছে মাত্র ২৬৮টি।

একদিকে এদেশে হাতি এখন বিপন্ন প্রাণী, অন্যদিকে মানববসতিতে হাতির আক্রমণ বেড়ে গেছে কয়েকগুণ।

আলেকজান্ডার দ্য গ্রেটকে ভয় দেখানো বাংলার হাতির টিকে থাকার এই লড়াইয়ের গল্প নিয়ে আজকের স্টার এক্সপ্লেইন্স।