হাসপাতালে অক্সিজেন সরঞ্জামের সংকট, করোনায় মৃত্যু বাড়ছেই

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

করোনাভাইরাসের সবচেয়ে ভয়ঙ্কর আশঙ্কাটাই এখন সত্যি হচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে খবর আসছে অক্সিজেনের অভাবে মারা যাচ্ছে মানুষ। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে উচ্চ প্রবাহের অক্সিজেন সরবরাহের সরঞ্জামের অভাবে। এভাবে চাহিদা বাড়তে থাকলে কিছুদিনেই অক্সিজেনেরও অভাব দেখা দিতে পারে। অত্যন্ত জরুরি এসব ব্যবস্থার ক্ষেত্রেও আছে বৈষম্য, সবকিছুই যেন রাজধানী কেন্দ্রিক।

স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মওদুদ আহম্মেদ সুজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক জায়মা ইসলাম।