হাসান আজিজুল হক: প্রগতির দ্ব্যর্থহীন প্রবক্তা

By স্টার ট্রিবিউটস

দীর্ঘ ৮২ বছরের ব্যক্তিজীবন এবং লেখায় হাসান আজিজুল হক ছিলেন শোষণ, বিভাজন, বৈষম্যের কঠোর সমালোচক এবং সংস্কৃতি ও প্রগতির দ্ব্যর্থহীন প্রবক্তা। বলেছেন বঙ্গ অঞ্চলের সর্বসাধারণের জীবন সংগ্রামের প্রগাঢ় গল্প।

অসংখ্য কালজয়ী লেখার স্রষ্টা হাসান আজিজুল হকের প্রয়াণে দ্য ডেইলি স্টারের পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধা।