হুন্ডি এবং চাকরি হারানো প্রবাসী সংখ্যা বেড়ে যাওয়ায় কমেছে রেমিট্যান্স!
গত বছরের নভেম্বরে বাংলাদেশে প্রবাসী আয়ের প্রবাহ ব্যাপকভাবে কমেছে। অনেক প্রবাসী অননুমোদিত চ্যানেলে বাংলাদেশে অর্থ পাঠানোয় এ ধরনের প্রভাব পড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, নভেম্বরে প্রবাসীরা ১ দশমিক ৫৫ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন, যা অক্টোবর মাসের তুলনায় ৫ দশমিক ৪৮ শতাংশ এবং আগের বছরের তুলনায় ২৬ শতাংশ কম। করোনার বিধিনিষেধ উঠে যাওয়ার কারণে হুন্ডির মাধ্যমে আবারও অর্থ লেনদেনের পরিমাণ বেড়েছে। এছাড়া করোনাকালে প্রবাসীদের মধ্যে যারা চাকরি হারিয়েছেন, তারা পুনরায় চাকরি পাননি। এ সব কারণে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের পরিমাণ কমেছে।
দ্য ডেইলি স্টারে প্রকাশিত এ সংক্রান্ত অনুসন্ধানী প্রতিবেদনের ওপর ভিত্তি করে আজকের স্টার নিউজ প্লাস।