১০ বছরেও শেষ হয়নি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ

By স্টার নিউজ+

গত ১০ বছরে কয়েক দফা কাজের মেয়াদ বাড়ানোর পরও শেষ হয়নি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ। মেয়াদ বাড়ানোর সঙ্গে সঙ্গে বাজেট বেড়েছে দেড় গুণের বেশি। অথচ সার্বিক অগ্রগতি হয়েছে ৩০ দশমিক ৫০ ভাগ।

এরই মধ্যে ২০২২ সালের ডিসেম্বরে যান চলাচলের জন্য বিমানবন্দরের দক্ষিণ কাওলা থেকে তেজগাঁও রেলওয়ে স্টেশন পর্যন্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ১১ কিলোমিটার খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

কাওলা-কুতুবখালী পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজে ধীরগতি নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে একটি প্রতিবেদন। স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের সারসংক্ষেপ।