১০ মাস দূষিত পানিতে বন্দি রাজধানীর কদমতলীর মানুষ
বন্যা কবলিত কোনো জনপদ নয়। এটি রাজধানীর দক্ষিণ সিটি করপোরেশনের কদমতলী এলাকার চিত্র। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই এখানে। ফলে গত ১০ মাস ধরে পানিবন্দি এলাকার প্রায় ৫ হাজার মানুষ। পানিতে কারখানার বর্জ্য মিশে সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়েছে কয়েকগুণ।
ঢাকার কদমতলী এলাকার ৫৯ নম্বর ওয়ার্ড এলাকার জলাবদ্ধতায় সেখানকার মানুষের স্বাস্থ্য ঝুঁকি এবং অসহনীয় দুর্ভোগের চিত্র নিয়ে আজকের স্টার নিউজ প্লাস।