১০ হাজার অটোরিকশা চালকের মাঝে একজন নারী রোজিনা
রোজিনা আক্তার। টাঙ্গাইল শহরের প্রায় ১০ হাজার ব্যাটারিচালিত আটোরিকশা চালকদের মধ্যে তিনিই একমাত্র নারী চালক। অভাবের সংসারে সচ্ছলতা ফেরাতে ২০১৯ সালে স্বামীর কাছ থেকে অটোরিকশা চালানো শিখে নেওয়ার সঙ্গে সঙ্গে পরিবারের দায়িত্বও কাঁধে তুলে নিয়েছেন রোজিনা। তিনি গত সাড়ে তিন বছর ধরে শক্ত হাতে চালিয়ে যাচ্ছেন অটোরিকশা।
রোজিনা আক্তারের সংগ্রামী গল্প নিয়ে নারী দিবসের স্টার স্পেশাল।