১১ বছর পর একসঙ্গে লাভলু-চঞ্চল-বৃন্দাবন! 

দীর্ঘ ১১ বছর পর আবারো ধারাবাহিক নাটকে ফিরলেন সালাউদ্দীন লাভলু, চঞ্চল চৌধুরী এবং বৃন্দাবন দাশ ত্রয়ী। বৃন্দাবন দাশের রচনায় ষণ্ডা-পাণ্ডা নাটকে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশি, আখম হাসান, মাসুম বাশারসহ আরও অনেকে। ধারাবাহিক এই নাটকের শুটিং চলছে গাজীপুরেরে একটি শুটিং হাউজে। ষন্ডা-পান্ডা নাটকের গল্প মূলত গ্রামীণ পটভূমির ভিত্তিতে গড়ে উঠেছে। গ্রামের একদল লোক, যারা ষণ্ডা-পাণ্ডা নামে পরিচিত, যে কোনো অন্যায়ের প্রতিবাদ করে, মন্দ লোকদের শাস্তি দেয়। স্টার শুটিং স্পটে গল্পের বাকিটা জেনে নেই নির্মাতা ও অভিনেতার মুখে।