১৬ মাসে সর্বনিম্ন রেমিট্যান্স সেপ্টেম্বর মাসে!

By স্টার নিউজ+

গত ১৬ মাসের মধ্যে সেপ্টেম্বরে এবার সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে বাংলাদেশে। মহামারির মধ্যে ২০২০-২১ অর্থবছরে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলারের রেকর্ড রেমিট্যান্স আসায় অনেকেই সেটিকে দেখছিলেন অগ্রগতি হিসেবে।

চলতি বছরের এপ্রিলে দেশের প্রবাসী আয় রেকর্ড ২ দশমিক ০৭ বিলিয়ন ডলারে পৌঁছানোর পর রেমিট্যান্স কমতে শুরু হয়। সেপ্টেম্বরে তা নেমে আসে ১ দশমিক ৭২ বিলিয়ন ডলারে। এর জন্য হুন্ডির মতো অনানুষ্ঠানিক মাধ্যমে অর্থ পাঠানোকে দায়ী মনে করছেন বিশেষজ্ঞরা।

রেমিট্যান্স কমার সঙ্গে হুন্ডির যোগসূত্র নিয়ে দ্য ডেইলি স্টারে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আজকের স্টার নিউজ+ এ থাকছে প্রতিবেদনের বিশ্লেষণ।