১ লাখের বেশি গাছ একাই রোপণ করেছেন আব্দুর রাজ্জাক
'গাছ-পাগল' হিসেবে পরিচিত হাতীবান্ধার আব্দুর রাজ্জাক গত ১৫ বছর ধরে রাস্তার পাশে, স্কুল-কলেজ-মাদ্রাসা, কবরস্থান-শ্মশান প্রাঙ্গণে লাগিয়েছেন এক লাখের বেশি গাছ।
কলেজে থাকা অবস্থায় যে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছিলেন, তা তিনি আজও চালিয়ে যাচ্ছেন। সবুজের এই আন্দোলনের খরচ চালাচ্ছেন কৃষিকাজ ও ছাত্র পড়িয়ে।
ইনসাইড বাংলাদেশে থাকছে আব্দুর রাজ্জাকের সবুজের আন্দোলনের গল্প।