১ হাজার শিশুর স্বাভাবিক প্রসব যে ক্লিনিকে

By ইনসাইড বাংলাদেশ

এক হাজার শিশুর স্বাভাবিক প্রসব সম্পন্ন করে দৃষ্টান্ত সৃষ্টি করেছে 'ভোগতেরা কমিউনিটি ক্লিনিক'।

মৌলভীবাজার জেলার জায়ফর নগর ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম ভোগতেরা। গ্রামের একটি কমিউনিটি ক্লিনিক আধুনিক সেবা সরঞ্জাম ছাড়াই মায়েদের স্বাস্থ্য সেবায় এমন সাফল্য দেখিয়ে প্রশংসিত হয়েছে।

গ্রামীণ মায়েদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে ক্লিনিকটির যাত্রা কেমন ছিল?

আজ ইনসাইড বাংলাদেশে থাকছে সেই পথচলার গল্প।