২০১৮ থেকে ২০২১: সড়ক নিরাপত্তায় কী করেছে সরকার?

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

২০১৮ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ২ হাজার ৬০৯ জনের মৃত্যু হয়। ২০১৯ সালে এসে দাঁড়ায় ৪ হাজার ১৪৭ জনে, ২০২০ সালে মহামারির কারণে লকডাউনের মধ্যেও এই সংখ্যা ছিল ৩ হাজার ৯১৮ জনে এবং ২০২১ সালের আগস্ট পর্যন্তই ৮ মাসে মৃত্যু হয়েছে ৩ হাজার ৫০২ জনের।

দেশব্যাপী নিরাপদ সড়কের দাবিতে ২০১৮ সালের আন্দোলন, সেই আন্দোলনে দুর্বৃত্তদের নির্যাতন-হামলা, এতকিছুর পর নিরাপদ সড়কের যে প্রতিশ্রুতি সরকার দিয়েছিল, তা পূরণ তো হয়ইনি। সড়কের মৃত্যুফাঁদে জীবন হারানো মানুষের সংখ্যাও হয়েছে প্রায় দ্বিগুণ।

কেন? সরকার কি কোনো কারণে প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেনি? নাকি ২০১৮ সালের তাৎক্ষণিক পরিকল্পনাতেই ঘাটতি ছিল? দেশের মানুষ কবে, কীভাবে নিরাপদে পথে চলতে পারবে?