২০২১ সালে দ্য ডেইলি স্টারে যেসব বই পড়া হয়েছে
সপ্তাহের প্রতি বৃহস্পতিবার দ্য ডেইলি স্টার বুকস আয়োজন করে বিভিন্ন বইয়ের পর্যালোচনা, পরামর্শ, প্রতিবেদন।
বছর শেষে ডেইলি স্টার বুকস একটি বিশেষ উপহার নিয়ে এসেছে 'স্টার বুক টক'। যেখানে আমরা কথা বলেছি ২০২১ সালে দ্য ডেইলি স্টারের বিভিন্ন সদস্য কী কী বই পড়েছেন। সেখানে তারা বলেছেন, কেন বইগুলো পাঠকেরও ভালো লাগবে।