২৮টি অজগরের বাচ্চা অবমুক্ত হলো সীতাকুণ্ডে

By স্টার নিউজবাইটস

গত ২২ জুন চট্টগ্রাম চিড়িয়াখানায় অজগরের ৩১টি ডিম থেকে কৃত্রিম উপায়ে জন্ম নেয় ২৮টি ছানা। মুক্ত প্রাকৃতিক পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার জন্য অজগর ছানাগুলোকে প্রায় এক মাস চিড়িয়াখানাতেই পরিচর্যা করা হয়। এরপর বাচ্চাগুলোকে সীতাকুণ্ড ইকো পার্কে ছেড়ে দেওয়া হয়।

দেখুন স্টার নিউজবাইটসে।