৩ বছরের অভিজ্ঞতায় ভারী যানবাহনের লাইসেন্স!

By স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুম

মাত্র ৩ বছর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেই ভারী যানবাহন চালানোর লাইসেন্স পাওয়া সম্ভব। এর আগে ৩ বছর মাঝারি যানবাহন এবং ৩ বছর হালকা যানবাহন চালানোর অর্থাৎ ৬ বছরের অভিজ্ঞতা থাকলে কেবল ভারী যানবাহন চালানোর লাইসেন্স পাওয়া সম্ভব ছিল।

এ বিষয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে কারণ হিসেবে বলা হয়েছে, অভিজ্ঞ চালকের অভাব পূরণ করতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অন্যদিকে সড়ক পরিবহন আইন-২০১৮-এর পর থেকেই এ দাবি ছিল পরিবহন মালিক-শ্রমিক নেতাদের।

যেখানে ভারী যানবাহন সড়ক দুর্ঘটনায় মৃত্যুর প্রধান কারণ, সেখানে অনভিজ্ঞ চালক নিয়োগের এই সিদ্ধান্ত কেন? সরকারের এই সিদ্ধান্ত কি সড়কে নিরাপত্তা হুমকির মুখে ফেলবে? স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে মাঝারি এবং ভারী যানবাহন চালকদের অভিজ্ঞতা শিথিলের বিষয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সাংবাদিক তুহিন শুভ্র অধিকারী।