২ বছর পর প্রাণ ফিরেছে লালন উৎসবে
মহামারির কারণে দুই বছর নিষ্প্রাণ ছিল ফকির লালন সাঁইয়ের আখড়া। বারবার প্রাণের টানে আখড়াতে এসেও ফিরে গেছেন লালন ভক্ত-অনুসারী বাউলেরা।
দুই বছর পর কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বসেছে দোলপূর্ণিমা উপলক্ষে ৩ দিনের লালনমেলা।
আবারও আনন্দ-উৎসবে মেতেছেন বাউল-সাধক এবং ভক্তরা।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে দোলপূর্ণিমা ঘিরে লালন উৎসবের কথা।