২ হাজারের বেশি সাপ উদ্ধার করেছে ‘স্নেক রেসকিউ টিম’
যেকোনো বাসা-বাড়ি কিংবা ওঝার আখড়ায় কোনো সাপ বিপদাপন্ন—এই সংবাদ পেলে তৎক্ষণাৎ হাজির হয়ে যায় 'স্নেক রেসকিউ টিম বাংলাদেশ'। উদ্ধারের পর তারা সাপটিকে ফিরিয়ে দেয় প্রকৃতির কোলে।
২০২০ সালে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু। এই অল্প সময়ে প্রায় ২ হাজারেরও বেশি সাপ উদ্ধার করা হয়েছে।
আজকের ইনসাইড বাংলাদেশে থাকছে স্নেক রেসকিউ টিমের গল্প।