৪০ বছর পর দাশাই করম উৎসবে মাতল তুরি সম্প্রদায়

By ইনসাইড বাংলাদেশ

দীর্ঘ ৪০ বছর পর গত ১৪ অক্টোবর রাতে দাশাই করম উৎসবে মেতে উঠেছিল চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের মাধাইপুর গ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী তুরি সম্প্রদায়। মাদলের তালে ঝুমুর নাচ আর সাদরি ভাষার গানে উৎসব চলে পরদিন সকাল পর্যন্ত। প্রকৃতিকে শ্রদ্ধা জানানোর এ উৎসব অভাব অনটনের কারণে বন্ধ হয়ে গিয়েছিল।

দারিদ্র্যের শিকল থেকে ঐতিহ্যের পুনরুজ্জীবন দাশাই করম উৎসব নিয়ে আজকের ইনসাইড বাংলাদেশ।