৫০ বছরেও বিমান কেন বিশ্ব প্রতিযোগিতায় এতটা পিছিয়ে?
১৯৭২ সালে মাত্র একটি ডিসি ৩ উড়োজাহাজ নিয়ে যাত্রা শুরু করেছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ৫০ বছর পর এখন বিমানের আছে বেশকিছু অত্যাধুনিক উড়োজাহাজসহ মোট ২১টি আকাশযান। এরসঙ্গে যাত্রী অসন্তোষ, কমতে থাকা গন্তব্য এবং হাজার কোটি টাকার ওপরে ঋণের বোঝা।
অর্ধশত বছর পার করে বিমানের অর্জন কতটুকু? সরকারি পৃষ্ঠপোষকতায় চলা দেশের একমাত্র এয়ারলাইন্স কেন এখনো বিশ্ব প্রতিযোগিতায় এতটা পিছিয়ে?
স্ট্রেইট ফ্রম স্টার নিউজরুমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সমস্যা, অর্জন এবং সম্ভাবনা নিয়ে দেবযানী শ্যামার সঙ্গে আলোচনায় আছেন দ্য ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার রাশিদুল হাসান।