৫০ বছরেও রাষ্ট্রীয় স্বীকৃতি পাননি আরজুদা বেগম
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধরা ইউনিয়নের আরজুদা বেগম মহান মুক্তিযুদ্ধের সময় নিজ বাড়িতে আশ্রয় দিয়েছিলেন অনেক মুক্তিযোদ্ধাকে। জমি বিক্রি করে তাদের খাবার যুগিয়েছেন দিনের পর দিন।
কোনো রাষ্ট্রীয় স্বীকৃতি না পাওয়ার আক্ষেপ ৮০ বছর বয়সী এই নারীর।
দেশের স্বাধীনতার জন্যে অকাতরে নিজেকে বিলিয়ে দেওয়া এই মুক্তিযোদ্ধাকে নিয়ে দ্য ডেইলি স্টারে ছাপা হয়েছে প্রতিবেদন। স্টার নিউজ প্লাসে থাকছে সেই প্রতিবেদনের সারাংশ।